বিনোদন ডেস্ক:
হালের প্রতিশ্রুতিশীল গীতিকার ও সুরকারের নাম এইচ আর রিয়াজ। তার লেখা ও সুরে বেশ কয়েকটি মৌলিক গান পেয়েছে বেশ জনপ্রিয়তা। এছাড়া নিজের কন্ঠে গান গাওয়া ছাড়াও উদীয়মান বেশ কয়েকজন কণ্ঠশিল্পীর কন্ঠে তুলে দিয়েছেন তার লেখা গান।
গীতিকার ও সুরকার এইচ আর রিয়াজের পুরো নাম হাবিবুর রহমান রিয়াজ। ১৯৯২ইং সালে ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মুসলিম পরিবারে জন্ম হয় তার। শৈশবে বাবা মায়ের সাথে গ্রামেই বেড়ে উঠেন তিনি।
ছোটবেলা থেকেই গানের প্রতি দুর্বল এই জনপ্রিয় মানুষটির শৈশবের স্বপ্ন ছিল একজন প্রতিষ্ঠিত গীতিকার ও সুরকার হওয়া। আর তাই স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কবিতা লেখেন তিনি।
পাশাপাশি স্থানীয় গানের ওস্তাদ মাহফুজুর রহমানের কাছে গান শিখেন গান পাগল এই মানুষটি। এবং ইসলামী সংগীত রপ্ত করেন।
মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় নিয়মিত স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানীয় প্রোগ্রামে গান করতেন তিনি।
২০১১ সালে হৃদয়মন্দির শিরোনামের গানের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন এইচ আর রিয়াজ। পরবর্তীতে নিজের লেখা সুরে আরো প্রায় পনেরটি মৌলিক গান প্রকাশ করেন প্রিয় এই মানুষটি।
এ পর্যন্ত তার লেখা সুরে গেয়েছেন লাল শাড়ী পরিয়া কন্যা গান এর জনপ্রিয় গায়ক এসবি সোহাগ, রাজু মন্ডল, মাসুদ টুটুল, যাযাবর পলাশ, এবি সোহাগ মনির প্রধান, সময় খান ছাড়াও বেশ কয়েকজন শিল্পী।
অপ্রকাশিত গানের মধ্যে রয়েছে এতো কস্ট দিলো বন্ধু, প্রাণের বন্ধু, আমি ভালো নাইরে সখি, পোড়া কপাল ও ভালোবাসার ময়না সহ আরো বেশ কয়েকটি গান। গান লেখা সুর করার পাশাপাশি নিজের কন্ঠেও বেশ কয়েকটি গানের কাজ চলছে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় এই মানুষটি।
তার নিজের লেখাও সুরে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে প্রাণের বন্ধু, আমি ভালো নাইরে সখি, পোড়া কপাল, ভালবাসার ময়না সহ বেশ কয়েকটি গান।
গান নিয়ে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথা জানতে চাইলে জনপ্রিয় এই মানুষটি আরো বলেন,আসলে নিজেকে আমি কখনই শিল্পীদের সাথে তুলনা করতে চাই না, নিজেকে গীতিকার ও সুরকার হিসেবেই দেখতে চাই সবসময়। অনেক দূর পাড়ি দিতে চাই। বেঁচে থাকতে চাই আমার নিজের সৃষ্টির মাধ্যমে, সকলের ভালবাসা চাই এই পথচলায়। আমৃত্য সঙ্গীতের সাথে থাকতে চাই।
Leave a Reply