সাউথ এশিয়ান মিউজিকাল এওয়ার্ড, ২০২৩ নেপাল।
এওয়ার্ড দেন নেপালের যোগাযোগ মন্ত্রী রামকুমারী জাকরী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রগামী মিডিয়া ভিষনের পরিচালক গোলাম ফারুক মজনু।
সার্কভুক্ত ৮ টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে এ এওয়ার্ড পায় এ বি সোহাগ।
সংগীতশিল্পী-এ বি সোহাগ বাড়ি-গ্রাম-তংকাশিবপুর, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ।পেশা- শিক্ষকতা(ট্রাস্ট কলেজ,উত্তরা)+সংগীতশিল্পী।
ঘাসফড়িং এন্টারটেইনমেন্ট,এ এস সিরিজ সহ বেশ কয়েকটি লেবেল এ নিয়মিত গানের কাজ করে যাচ্ছি।
জনপ্রিয় গান- স্মৃতির পাতায়,মনে বড় জ্বালা,ময়না পাখি,তুমি ছাড়া,কলিজা,অন্তরপোড়ে,ফোনের মেসেন্জার,মায়া লাগাইলিরে,ছন্নছাড়া সহ ১৫ টির বেশী মৌলিক নিজের গানে কন্ঠ দিয়েছি।জনপ্রিয় গীতিকার
মো:আলাউদ্দিন, এইস আর রিয়াজ,রিমন মোর্শেদ,কবি আক্তারুজ্জামান আশা সহ নিজের কথা ও সুরে নিয়মিত কাজ করে যাচ্ছি।
আসছে জনপ্রিয় আরো কিছু গান,প্রবাস জীবন,সৎবাজার,পূনরজন্ম সহ বেশ কিছু কাজ।
শিক্ষকতার পাশাপাশি সারাজীবন গানের সাথে থাকতে চাই।বিশুদ্ধ সংগীত দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
Leave a Reply