1. admin@ajkerbasundhara.com : adminraju :
  2. jonotartvbd@gmail.com : ajkerbasundhara :
  3. ajkerbasundharabd@gmail.com : ajkerbasundhara202033 :
বাংলাদেশ কমেডি ক্লাব এর বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত - আজকের বসুন্ধরা
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ কমেডি ক্লাব এর বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

Jakir Hossain Raju
  • সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

বাংলাদেশ কমেডি ক্লাব কমেডিতে এনেছে নতুন মাত্রা। গণমানুষকে আনন্দ প্রদানসহ ও কমেডিয়ান তৈরীর লক্ষ্যে কমেডি কিং খ্যাত মিরাক্কেল ৬ চ্যাম্পিয়ন আবু হেনা রনি বাংলাদেশ কমেডি ক্লাব প্রতিষ্ঠা করেন।

প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ কমেডি ক্লাব আয়োজ করেছে ৮ম পিকনিকের ও আনন্দ ভ্রমনের। এই ভ্রমনে অংশগ্রহন করেছেন মিরাক্কেল ও হাসোর নামকরা কমেডিয়ান আবু হেনা রনি, পলাশ, সাইফুর রহমান, তৌহিদ প্রমূখ। এবারের এই মিলন মেলা বসেছিল গাজীপুরের তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টে। মনরোম সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপি এই হাস্যরসাত্মক ভাবে সময় কাটেন সকল কমেডি প্রেমি মানুষ ও কমেডিয়ানগন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কমেডি ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও মিরাক্কেল ৬ চ্যাম্পিয়ন আবু হেনা রনি, বাংলাদেশ কমেডি ক্লাবের সভাপতি সাইফুর রহমান সাইফুল, সহ সভাপতি মোহাম্মদ পরশ, সাধারণ সম্পাদক ফজলুল হক সাকি, প্রচার সম্পাদক মোহাম্মদ তৌহিদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান রিজু, সহ প্রচার সম্পাদক মাসুদ আহমেদ, ডিরেক্টর সাঈদ তারেক সহ দেশ সেরা সব কমেডিয়ান।

সারাদিন ব্যাপী খেলাধুলা, বিভিন্ন গেম শো, কালচারাল প্রোগ্রাম, আপ্যায়ন, ক্যাম্প ফায়ার, ফায়ার স্পিনিং এবং সব শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। প্রতিযোগীদের জন্য ছিল আকর্ষণীয় সকল পুরষ্কারের ব্যবস্থা।
এছাড়াও গান নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিড়ে দেশসেরা কমিডিয়ানগণ এতে পারফর্ম করেন।

প্রতিবছরের ন্যায় আগামী বছরেও আরো বড় আকারের অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে আনন্দ ভ্রমন ২০২৪ এর ইতি টানা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো খবর
© All rights reserved © 2022 ajkerbasundhara.com
Theme Customization By NewsSun