মোহাম্মদ আবু নাছের, স্টাফ রিপোর্টার নোয়াখালী :
নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি ও মুছাপুর ক্লোজারের সুইজগেট পরিদর্শন এবং আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ) বিকাল ৫টায় নোয়াখালী সার্কিট হাউস সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি ও মুছাপুর ক্লোজারের সুইজগেট পরিদর্শন এবং আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা এরিয়া কমান্ডার ও জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, ৩৩ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামসুল আরিফিন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহাবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ।
Leave a Reply